হোম > সারা দেশ > মানিকগঞ্জ

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আ.লীগ সমর্থীত প্রার্থীর কর্মীদের হামলা 

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সামীমের (প্রতীক আনারস) নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খাসের চর বাজারের নির্বাচনীয় ক্যাম্পে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী-সমর্থকেরা এ হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় চেয়ারম্যান প্রার্থী সামীমের ছয়জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নির্বাচনীয় ক্যাম্পের কয়েকটি চেয়ার, টেবিল ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। সামীমের নির্বাচনীয় পোস্টার ছিঁড়ে ফেলে তার কর্মী সমর্থকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।  

হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের খাসেরচর বাজার এলাকায় নির্বাচনী ক্যাম্পে বসে গল্প করছিলেন তার কর্মীসমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় খাসেরচর গ্রামের আলী খান, বারেক খান, কালাম মিয়া, শুকুর আলী, ফজলুল হক ও দ্বীন ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ব্যাপারে কথা বলতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি। 

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন শামীম বলেন, নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী ও সমর্থকেরা কয়েক দিন ধরেই আমার লোকজনদের হুমকি ধামকি দিচ্ছিল। গতকাল সন্ধ্যায় খাসের চর নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। নিশ্চিত পরাজয় জেনে তিনি তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। ছিঁড়ে ফেলা হচ্ছে আমার আনারস মার্কার পোস্টার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ