৪৩তম বিসিএসে নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে বাংলাদেশ কর্ম কমিশনকে (পিএসসি) বলা হয়েছে। ৫০০ জন চাকরিপ্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ আজ সোমবার রুলসহ এই আদেশ দেন।
৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ না করা পর্যন্ত নন-ক্যাডারের শূন্য পদে ৪৩তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন। হুমায়ন কবির আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, নন-ক্যাডার প্রার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না করা এবং ফলাফল প্রকাশের আগেই প্রার্থীদের পছন্দ ক্রম আহ্বান করা সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। আদালত রুলসহ আদেশ দিয়েছেন।