রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার দায়ে জেএমবির পাঁচ জঙ্গির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী বুধবার এই মামলার রায় দেবেন হাইকোর্ট। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।
২০১৫ সালের ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোসিকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় গুলি করে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। ওই ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রায় দেন রংপুরের বিশেষ জজ আদালত। রায়ে জেএমবির পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি আসামিরা আপিল ও জেল আপিল করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন, একই এলাকার ইছাহাক আলী, বগুড়ার গাবতলী এলাকার লিটন মিয়া ওরফে রফিক, কুড়িগ্রামের রাজারহাটের আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ।