রাজবাড়ীর পাংশায় ট্রেন দুর্ঘটনায় দাদি মোমেনা বেগম (৫৫) ও নাতনি রুকাইয়া (২) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামাণিকের স্ত্রী ও রুকাইয়া মুকুল প্রামাণিকের মেয়ে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোমেনা বেগম নাতিন রুকাইয়াকে নিয়ে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়ায় তাঁর বিয়ান বাড়ি যান। সেখানকার একজন মারা যাওয়ায় তাঁকে দেখতে ফেরার পথে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী মধুমতি ট্রেনের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনার পর রাজবাড়ী রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।