হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতুতে ২৩ বাইকারকে ৭১ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি

ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলাসহ বিভিন্ন অপরাধে ২৩ মোটরসাইকেল চালকের (বাইকার) বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। 

রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের এডিশনাল ডিরেক্টর মো. আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ২৩টি প্রসিকিউশন মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়ম ভঙ্গের (লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদি) জন্য ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। 

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, নিয়ম ভঙ্গের দায়ে ২২ মোটরসাইকেলের চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আমিরুল হায়দার চৌধুরী বলেন, জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলে তিনটি লেন চালু করা হয়। এর পর থেকে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দুটি লেন চালু রাখা হয়। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ৩০৩টি মোটরসাইকেল জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে। 

রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেশির ভাগই এসেছেন আনন্দ ভ্রমণে। একসঙ্গে একাধিক মোটরসাইকেল নিয়েও বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন অনেকে। দীর্ঘদিন পরে পদ্মা সেতু পার হতে পেরে অনেককে আনন্দ-উল্লাস করতেও দেখা গেছে।

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান