হোম > সারা দেশ > ঢাকা

ওয়াক্ফ এস্টেটের সম্পদ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বড় মগবাজারে শেখ ফকির মাহমুদ ওয়াক্ফ এস্টেটের সম্পদ আত্মসাতের অভিযোগ করেছেন এস্টেটটির ওয়ারিশরা। আজ মঙ্গলবার মগবাজারে অবস্থিত ওয়াক্ফ ভবন ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচি থেকে এ অভিযোগ করা হয়।

এ সময় ওয়ারিশদের মধ্যে সাহিদ ভাসানী, সুলতান মিয়া, আজুফা খাতুন, নাসির ভাসানী, আব্দুল সাদেক রতন, শফিকুল ইসলাম টোকন, তরুন আহমেদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে জানানো হয়, ১৯৪০ সালে স্থানীয় শেখ ফকির মাহমুদ এক দশমিক ৩৮ একর জমি ওয়াক্ফ করেন। ওয়াক্ফ করা সম্পত্তির কয়েকটি হোল্ডিংয়ে দোকানপাট, বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট বাজার গড়ে উঠেছে। নিয়ম অনুয়ায়ী ওয়াক্ফ প্রশাসনের অধীনে এসব সম্পদের দেখা শোনা করছিলেন ওয়ারিশরা।

মানববন্ধনে এস্টেটের ওয়ারিশ সাহিদ ভাসানী অভিযোগ করে বলেন, ২০০৯ সালে আলমগীর সিদ্দিককে এস্টেটের মোতোয়াল্লী নিয়োগ করার পর থেকে এখানে দুর্নীতি শুরু হয়। তার বিরুদ্ধে লুটপাট, দুর্নীতি ও সম্পত্তি বেহাতের অভিযোগ করে তিনি বলেন, তাকে সরিয়ে ওয়াক্ফ দলিলের ভিত্তিতে একজন নিয়মিত নতুন মোতোয়াল্লী নিয়োগ দিতে ২০১৬ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এ ছাড়া ওয়াক্ফ প্রশাসনের তদন্তে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এস্টেটের আরেক ওয়ারিশ নাসির ভাসানী বলেন, ‘আমরা ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে আলমগীর সিদ্দিকের এক কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ দিয়েছিলাম। ২০১৪ সাল থেকে ২০১৭ এই তিন বছরে এ টাকা আত্মসাৎ করেন তিনি। তিনি দাবি করেন, ওয়াক্ফ প্রশাসনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও সাবেক সহকারী ওয়াক্ফ প্রশাসক নাসির-উদ-দৌলা ও ওয়াক্ফ পরিদর্শক শাখাওয়াত হোসেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিবেদনে এড়িয়ে যান। এ সংক্রান্ত অডিও রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত আছে।’

সুলতান মিয়া বলেন, ‘দুর্নীতিবাজ এ মোতোয়াল্লীর পক্ষে রয়েছেন মহিলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক আছমা জেরিন ঝুমু। কারণ তারা আলমগীরের কাছ থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা নেন। ওয়াক্ফ এস্টেটের একাংশও তাদের দখলে। এস্টেটের প্রায় ১৫ কাঠা জমি দখল করে বস্তি বানিয়েছেন ঝুমু।’

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওয়াক্ফ প্রশাসক খান মো. নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এসব বিষয় তারা আমাকে স্মারকলিপি দিয়ে জানিয়েছে। আমি এ দায়িত্বে নতুন এসেছি। যদি কোন অনিয়ম থাকে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির