ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে কামরুন নাহারকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। বেআইনিভাবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে আজ মঙ্গলবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে বলে জানান ইউনুছ আলী আকন্দ।
গত বছরের ২৯ ডিসেম্বর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক কামরুন নাহার। তিনি মিরপুরের রূপনগরে দুয়ারীপাড়া কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। একই দিন রাজধানীর ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে প্রেষণ প্রত্যাহারক্রমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।