প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা ব্যবসায়ী আদম তমিজি হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২ এপ্রিল হাইকোর্ট আদম তমিজিকে জামিন দিয়েছেন।’
এর আগে, গত ৯ ডিসেম্বর রাতে আদম তমিজী হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিনই তাঁকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়। এরপর ৪ জানুয়ারি সাইবার নিরাপত্তা আইনের মামলায় আদম তমিজী হককে আদালতে হাজির করলে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।