হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২  

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মাহমুদুল হাসান রনি(২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় ইয়ামিন ও আলিফ নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছেন থানা-পুলিশ।

নিহতের স্বজন ও থানা-পুলিশ জানান, গতকাল মঙ্গলবার ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয় রনি। তারা উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের ৫/৬ জন লোক। এরপর রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে রনিকে কোপাতে থাকে। একপর্যায়ে সে দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মানিকনগর ও শাহরাইল গ্রামের যুবক এবং কিশোরদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরুদ্ধের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক(এসআই) মো. মাহফুজ রানা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’