হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২  

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মাহমুদুল হাসান রনি(২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের নোয়াব আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় ইয়ামিন ও আলিফ নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছেন থানা-পুলিশ।

নিহতের স্বজন ও থানা-পুলিশ জানান, গতকাল মঙ্গলবার ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয় রনি। তারা উপজেলার শায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের ৫/৬ জন লোক। এরপর রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে রনিকে কোপাতে থাকে। একপর্যায়ে সে দৌড়ে এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মানিকনগর ও শাহরাইল গ্রামের যুবক এবং কিশোরদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরুদ্ধের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক(এসআই) মো. মাহফুজ রানা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না