হোম > সারা দেশ > টাঙ্গাইল

প্লাস্টিকের বোতলে জমে থাকা পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

ঘরে-বাইরে এখন সর্বত্র ব্যবহার হচ্ছে প্লাস্টিকের বোতল। আমরা দৈনন্দিন জীবনে প্লাস্টিকের নানা সামগ্রী ব্যবহার করছি। কিন্তু এসব প্লাস্টিকের জিনিসপত্র আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন পরিবেশবিদ, চিকিৎসক ও সচেতন মহল।

সরেজমিনে সখীপুর এলাকা ঘুরে দেখা গেছে, টাঙ্গাইলের সখীপুর পৌরসভাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারগুলোয় যত্রতত্র প্লাস্টিকের বোতল ফেলে রাখা হয়েছে। এসব বোতলের মধ্যে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাচ্ছে। অনেক সময় বোতলগুলো জমাট বেঁধে শহরের পানিনিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজারের একাধিক স্থানে ভাঙারি ব্যবসায়ীরা প্লাস্টিকের খালি বোতল কিনে স্তূপ করে রেখেছেন।

উপজেলার নলুয়া এলাকার ভাঙারি ব্যবসায়ী আবদুস সাত্তার জানান, একশ্রেণির ব্যবসায়ী গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে পরিত্যক্ত প্লাস্টিকের খালি বোতল কিনে এনে খুচরা বিক্রি করেন। পাইকারি ব্যবসায়ীরা বোতলগুলো পরিষ্কার করে ঢাকায় পাঠিয়ে দেন। কিন্তু লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বোতলগুলো ঢাকায় পাঠানো যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুল হাসান মাসুদ খান বলেন, ‘প্লাস্টিকের খালি বোতলে জমে থাকা পানি ডেঙ্গুর বাহক এডিস মশার জন্য উত্তম প্রজননক্ষেত্র। এসব খালি বোতল যেখানে-সেখানে ফেলার কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যেতে পারে। এ জন্য আমাদের এখনই সচেতন হতে হবে। তা না হলে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন