হোম > সারা দেশ > গাজীপুর

জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

গাজীপুর প্রতিনিধি

ভাতিজির জানাজা শেষে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত দম্পতির ছেলে আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা গ্রামের মজিবুর রহমান (৭৫) ও তাঁর স্ত্রী হাবিবা খাতুন (৬৫)। দুর্ঘটনায় তাঁদের ছেলে গাজীপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক হাবিবুর রহমান আহত হয়েছেন। 

কালিয়াকৈর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ার মোথাপাড়া গ্রামে মজিবুর রহমানের ভাতিজি কমলা খাতুন আজ সকালে মারা যান। কমলা খাতুনের জানাজায় অংশ নিতে তাঁরা ফুলবাড়িয়ায় আসেন। বিকেলে জানাজা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে একটি সিএনজি অটোরিকশা করে মজিবুর রহমান, হাবিবা খাতুন ও তাদের ছেলে হাবিবুর রহমান উপজেলার ফুলবাড়িয়া থেকে কাচিঘাটা গ্রামের বাড়িতে ফিরছিলেন। 

পথে তাঁরা মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। 

এ সময় অটোরিকশা আরোহী তিনজনই গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাবিবা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবুর রহমান ও মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ান পথে মজিবুর রহমান মারা যান।’ 

তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। আটক ট্রাকচালকের নাম আলী আহমেদ (৩০)। তিনি গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার পাইনশাইল গ্রামের আব্দুস ছালামের ছেলে।

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ