হোম > সারা দেশ > টাঙ্গাইল

অসুস্থ যুবককে রাস্তায় ফেলে পালাল বাস, হাসপাতালে মৃত ঘোষণা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে এক ‘অসুস্থ’ যুবককে (৩৫) ফেলে রেখে একটি যাত্রীবাহী বাস পালিয়ে গেছে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানায় বাসের লোকজন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস থেকে ওই যুবককে অচেতন অবস্থায় ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে নামিয়ে রাখে। এ সময় আলিম নামে এক রিকশাচালক বাসের হেলপারের কাছে জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানানো হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। 

রিকশাচালক আলিম জানান, ওই যুবককে রাস্তার পাশে শুইয়ে রেখে বাসটি দ্রুত জামালপুরের দিকে চলে যায়। 

এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘ওই ব্যক্তিকে অচেতন অবস্থায়র উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত ও বাসটিও শনাক্তের চেষ্টা চলছে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন