হোম > সারা দেশ > টাঙ্গাইল

অসুস্থ যুবককে রাস্তায় ফেলে পালাল বাস, হাসপাতালে মৃত ঘোষণা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে এক ‘অসুস্থ’ যুবককে (৩৫) ফেলে রেখে একটি যাত্রীবাহী বাস পালিয়ে গেছে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানায় বাসের লোকজন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস থেকে ওই যুবককে অচেতন অবস্থায় ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে নামিয়ে রাখে। এ সময় আলিম নামে এক রিকশাচালক বাসের হেলপারের কাছে জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানানো হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। 

রিকশাচালক আলিম জানান, ওই যুবককে রাস্তার পাশে শুইয়ে রেখে বাসটি দ্রুত জামালপুরের দিকে চলে যায়। 

এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘ওই ব্যক্তিকে অচেতন অবস্থায়র উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত ও বাসটিও শনাক্তের চেষ্টা চলছে।’ 

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ