হোম > সারা দেশ > ঢাকা

সেই ময়লার গাড়ির মূল চালক হারুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে হারুনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

খন্দকার মঈন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুক্রবার সকালে হারুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। হারুনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এরপর সংশ্লিষ্ট থানায় তাঁকে হস্তান্তর করা হবে। 

গত বুধবার নটর ডেমের শিক্ষার্থী নাঈম হাসান কামরাঙ্গীচরের বাসা থেকে কলেজে যাওয়ার পথে বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তানে উত্তর সিটির ট্রাকচাপায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, উত্তর সিটি থেকে হারুনের নামে গাড়িটি বরাদ্দ ছিল। কিন্তু হারুন নিজে না চালিয়ে গাড়িটি রাসেলকে চালাতে দিয়েছেন। প্রকৃতপক্ষে রাসেল খান ওই গাড়ির চালক নন। আমরা গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে এবং গ্রেপ্তার রাসেলকে জিজ্ঞাসাবাদে জেনেছি, গাড়িটির মূল চালক ছিলেন হারুন। 

হারুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশেষ ট্রাক পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু তিনি এই ট্রাক মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের নামে বরাদ্দ নেন। এতেই হয়ে ওঠেন ডিএসসিসির ময়লার গাড়িচালক। হারুনের বিরুদ্ধে রয়েছে তেল চুরির অভিযোগ। ময়লার গাড়ির জন্য প্রতিদিন বরাদ্দকৃত ১১ লিটার তেলের মধ্যে ছয় লিটার চুরি করে বিক্রি করে দেওয়া হতো। এভাবে হারুন প্রতি মাসে ১৮০ লিটার তেল চুরি করে বিক্রি করে দিতেন। এতে তাঁর আয় কয়েক গুণ বেড়ে যায়। 

গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহত শিক্ষার্থী নাঈম হাসানের বাবা পল্টন থানায় মামলা করেছেন। এই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনার সময় গাড়িতে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু