হোম > সারা দেশ > মাদারীপুর

বাদামখেতে ‘৩৪ বাচ্চাসহ’ রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বাদামখেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গতকাল বুধবার উপজেলার সন্যাসীরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্যাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা কান্দি গ্রামের বাদামখেতে রাসেলস ভাইপার দেখতে পায় কৃষকেরা। পরে পিটিয়ে মারা হয়। এ সময় পেট ফেটে ৩৪টি বাচ্চা বের হয় বলে জানা গেছে। গত কয়েক দিনে ডজনখানেক সাপ উপজেলার বিভিন্ন স্থানে পিটিয়ে মারা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

সন্যাসীরচর এলাকার কৃষক সাদেক আলী মুন্সী জানান, বাদাম তুলতে গিয়ে খেতের মধ্যে সাপটিকে দেখেন তাঁরা। এ সময় আরও লোকজন এসে পিটিয়ে মারলে পেট থেকে ৩৪টি বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলোও মারা হয়। 

ওই এলাকার কৃষকেরা জানান, প্রতিদিনই বিভিন্ন স্থানে এই সাপ দেখা যাচ্ছে। খেত ও নদীর আশপাশে বেশি পাওয়া যাচ্ছে। খেতে কাজ করতে বের হলে আতঙ্কে থাকতে হয়। দুই দিন আগে মাছ ধরার ফাঁদের মধ্যে রাসেলস ভাইপার আটকা পড়েছিল। 

মাদারীপুর জেলা বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিবচরে রাসেলস ভাইপার দেখা গেছে। পরে সেটি এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলে। সাপ বিষধর হলেও এটি বন্য প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো না কোনোভাবেই এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। সবার সচেতনতা ও সতর্কতাই পারে সাপে কাটা রোধ করতে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু