হোম > সারা দেশ > মাদারীপুর

বাদামখেতে ‘৩৪ বাচ্চাসহ’ রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বাদামখেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গতকাল বুধবার উপজেলার সন্যাসীরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্যাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা কান্দি গ্রামের বাদামখেতে রাসেলস ভাইপার দেখতে পায় কৃষকেরা। পরে পিটিয়ে মারা হয়। এ সময় পেট ফেটে ৩৪টি বাচ্চা বের হয় বলে জানা গেছে। গত কয়েক দিনে ডজনখানেক সাপ উপজেলার বিভিন্ন স্থানে পিটিয়ে মারা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

সন্যাসীরচর এলাকার কৃষক সাদেক আলী মুন্সী জানান, বাদাম তুলতে গিয়ে খেতের মধ্যে সাপটিকে দেখেন তাঁরা। এ সময় আরও লোকজন এসে পিটিয়ে মারলে পেট থেকে ৩৪টি বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলোও মারা হয়। 

ওই এলাকার কৃষকেরা জানান, প্রতিদিনই বিভিন্ন স্থানে এই সাপ দেখা যাচ্ছে। খেত ও নদীর আশপাশে বেশি পাওয়া যাচ্ছে। খেতে কাজ করতে বের হলে আতঙ্কে থাকতে হয়। দুই দিন আগে মাছ ধরার ফাঁদের মধ্যে রাসেলস ভাইপার আটকা পড়েছিল। 

মাদারীপুর জেলা বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিবচরে রাসেলস ভাইপার দেখা গেছে। পরে সেটি এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলে। সাপ বিষধর হলেও এটি বন্য প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো না কোনোভাবেই এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। সবার সচেতনতা ও সতর্কতাই পারে সাপে কাটা রোধ করতে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান