হোম > সারা দেশ > মাদারীপুর

বাদামখেতে ‘৩৪ বাচ্চাসহ’ রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বাদামখেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গতকাল বুধবার উপজেলার সন্যাসীরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্যাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা কান্দি গ্রামের বাদামখেতে রাসেলস ভাইপার দেখতে পায় কৃষকেরা। পরে পিটিয়ে মারা হয়। এ সময় পেট ফেটে ৩৪টি বাচ্চা বের হয় বলে জানা গেছে। গত কয়েক দিনে ডজনখানেক সাপ উপজেলার বিভিন্ন স্থানে পিটিয়ে মারা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

সন্যাসীরচর এলাকার কৃষক সাদেক আলী মুন্সী জানান, বাদাম তুলতে গিয়ে খেতের মধ্যে সাপটিকে দেখেন তাঁরা। এ সময় আরও লোকজন এসে পিটিয়ে মারলে পেট থেকে ৩৪টি বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলোও মারা হয়। 

ওই এলাকার কৃষকেরা জানান, প্রতিদিনই বিভিন্ন স্থানে এই সাপ দেখা যাচ্ছে। খেত ও নদীর আশপাশে বেশি পাওয়া যাচ্ছে। খেতে কাজ করতে বের হলে আতঙ্কে থাকতে হয়। দুই দিন আগে মাছ ধরার ফাঁদের মধ্যে রাসেলস ভাইপার আটকা পড়েছিল। 

মাদারীপুর জেলা বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শিবচরে রাসেলস ভাইপার দেখা গেছে। পরে সেটি এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলে। সাপ বিষধর হলেও এটি বন্য প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো না কোনোভাবেই এর প্রয়োজনীয়তা রয়েছে। তাই এটি নিধনের কোনো সুযোগ নেই। সবার সচেতনতা ও সতর্কতাই পারে সাপে কাটা রোধ করতে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার