হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন বিএনপি হতে দেবে না: সেলিমা রহমান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের স্বাধীনতা চত্বরে বিএনপির জনসভা। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, আরেকজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের স্বাধীনতা চত্বরে বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব, সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে। আইনশৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহি হবে। দেশের জনগণ আস্থা ফিরে পাবে।

সেলিমা রহমান আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার-নির্যাতন করেছে শেখ হাসিনা ও তার দলবল। বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, আওয়ামী লীগের কোনো দোসর যেন বিএনপিতে জায়গা না পায়। কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান, সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সদস্য কাজী হুমায়ুন কবির প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব জাহান্দার আলী জাহান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট