হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কয়েকটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের একটি টিম আজ মঙ্গলবার সকাল থেকে এই অভিযান চালায়।

দুদক সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেলের অনিয়ম নিয়ে দুদকে বেশ কিছু অভিযোগ আসে। এর মধ্যে উল্লেখযোগ্য আউট সোর্সিং—এ নিয়োগ দেওয়ার কথা বলে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা করে ঘুষ নেওয়া, যার মূল হোতা বিরাজ উদ্দিন হোসেন নামের হাসপাতালের এক ওয়ার্ড মাস্টার। হাসপাতালে ট্রলি বাণিজ্য, বেসরকারি ক্লিনিকে টেস্ট বাণিজ্য, ময়নাতদন্তে লাশ ছাড়তে টাকা নেওয়া, সঠিক মানের খাবার পরিবেশন না করাসহ বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে এর আগে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। এ ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হয়।

দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘আমরা উল্লেখিত অভিযোগের সত্যতা পেয়েছি। হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সেবা দেওয়ার মান অসন্তোষজনক। এখানে বিনা বেতনে ৯০ জন স্টাফ আছে, যারা রোগীদের জিম্মি করে অর্থ আদায় করে।’

জাকির হোসেন আরও বলেন, ‘আউটসোর্সিংয়ে নিয়োগে অর্থ লেনদেনের সত্যতা মিলেছে। অভিযানের প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালানো হবে।’

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত