রাজধানীর ডেমরা চৌরাস্তায় বাসচাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—সিএনজিচালিত অটোরিকশার চালক শাওন ও যাত্রী শাহ আলম ভূঁইয়া। বুধবার (৪ অক্টোবর) রাত ৮টার দিক এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুসূদন দাস বলেন, ডেমরা চৌরাস্তার পাশে একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি দ্রুত চলে গেছে। এখনো বাস শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।
অটোরিকশার যাত্রী শাহ আলম ভূঁইয়ার বাসা ডেমরা শারুলিয়া বাজার এলাকায়। রাতে বাসায় ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে পুলিশ।