হোম > সারা দেশ > ঢাকা

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এমডিসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলীসহ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই নিষেধাজ্ঞা জারি করেন।

অন্য যাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শাখাওয়াত আলী এবং দুজন পরিচালক। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। দুদকের উপপরিচালক মো. জালাল উদ্দিন নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকদের বিভিন্ন বিমার ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যবস্থাপনার খরচ দেখিয়ে কোম্পানির এই শীর্ষ কর্মকর্তারা ভাগ-বাঁটোয়ারা করেছেন। আর এ টাকা ভাগ-বাঁটোয়ারার কারণে গ্রাহকদের বিভিন্ন বিমার টাকা নির্দিষ্ট সময় দিতে পারছে না। ফলে গ্রাহকদের মাঝে সৃষ্টি হয়েছে চরম অনাস্থা। পাশাপাশি ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়ে বিদেশে পাচার করেছেন। তাঁরা আমেরিকা–কানাডায় বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

আবেদনে আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাই তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ