হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে ফের কারাগারে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

দুই দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর বংশাল থানা এলাকায় শেখ মেহেদী হাসান জুনায়েদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে ছিলেন জাহাংগীর আলম।

১৪ মে এই মামলায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জাহাংগীর আলমের। পরে তাঁকে কারাগার থেকে রিমান্ডে নেয় পুলিশ। গত ১২ এপ্রিল এ মামলায় জাহাংগীর আলমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ এক মিছিলে অংশগ্রহণ করেন। ওই দিন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করেন। আসামিদের ছোড়া বুলেটে গুলিবিদ্ধ হন শেখ মেহেদী হাসান জুনায়েদ। পরে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা হয়।

গত বছর ১ অক্টোবর জাহাংগীর আলম গ্রেপ্তার হন। এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। তার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে