হোম > সারা দেশ > ঢাকা

বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যায় ঘুরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ দুজন

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। ডেমরা খেয়াঘাটের মাঝি ও স্থানীয়রা মিলে নৌকার ৮ জন আরোহীর মধ্যে ৬ জনকে উদ্ধার করতে পেরেছে। বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার বিকেলে ডেমরা সেতুসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ডেমরা ফায়ার সার্ভিস।

নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. সাফওয়ান (১৭) ও মো. জুবায়ের (১৮)। দুজনেই মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুরা মিলে নৌকায় ঘুরতে এসে দুর্ঘটনার শিকার হয়। নৌকাডুবির খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের হেড অফিস থেকে ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের প্রধান ডুবুরি আবুল খায়ের বলেন, ‘আমরা খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে এসে নিখোঁজদের খুঁজতে নদীতে নেমে পড়ি। নদীর গভীরতা ৭০ থেকে ৭৫ ফুট। স্রোত ছিল অনেক। এর মধ্যেই দুই ঘণ্টা চেষ্টার পরও সাফওয়ান ও জুবায়েরকে খুঁজে পাইনি। নিয়ম অনুযায়ী রাতে আর খোঁজা সম্ভব না হওয়ায় শনিবার সকাল থেকে আবার খোঁজা শুরু হবে।’

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘যত দূর জানতে পেরেছি, হাজারীবাগের একটি মাদ্রাসা বন্ধ থাকায় ডেমরার পরিচিত দু-একজনের মাধ্যমে ৮ বন্ধু শুক্রবার বিকেলে ডেমরা ঘাট থেকে নৌকা নিয়ে ঘোরাঘুরি করে। এ সময় বালুবাহী একটি বাল্কহেড ওই নৌকাকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে নৌকাটি ভেঙে ডুবে যায়। এ সময় ডেমরা খেয়াঘাটের মাঝি ও স্থানীয়রা ছয়জনকে উদ্ধার করতে পারলেও দুজন নিখোঁজ হয়। পানির স্রোত ও গভীরতা বেশি থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের খুঁজে পায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।’

এদিকে উদ্ধার কার্যক্রমের সমালোচনা করে নিখোঁজ একজনের ভাই ডেমরার দারুন নাজাত মাদ্রাসার শিক্ষক সাদ বলেন, ‘বিকেলের ঘটনা, অথচ ডুবুরিরা চেষ্টা করেছে অল্প সময় ধরে। সন্ধ্যা নামতেই তারা খোঁজাখুজি বন্ধ করে দেয়। আমরা কান্নাকাটি করছি। নিজেও ভারসাম্যহীন হয়ে গেছি। তারপরও ডুবুরিরা কথা শোনেনি।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে