হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রাস্তার পাশ থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রাস্তার পাশ থেকে মোসা. আছিয়া বেগম (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া আকসা মসজিদের গলির ভেতরে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওলভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম। 

ওসি জানান, সুরতহাল প্রতিবেদন এবং পোশাকের বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, গেল রাতে কোনো এক সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে হত্যাকারী পালিয়ে গেছে। 

স্থানীয়রা জানায়, এই গলির ভেতরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই নারীর গায়ে আকাশি রঙের জ্যাকেট পরা ছিল। 

ওসি জিয়াউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় হিসাবে নারীর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে