হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন বিতর্ক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি বিচারপতি নূরুল ইসলাম কলেজে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন বিষয়ে শিক্ষক ও কর্মচারীদের নাম ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ দিয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম হাদিউর রহমান।

অভিযোগপত্রে কলেজ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কলেজের শিক্ষক কর্মচারীর নাম ব্যবহার করায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অধ্যক্ষ কে এম হাদিউর রহমান বলেন, বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী এসে ক্লাস থেকে শিক্ষার্থীদের মানববন্ধনে ডেকে নিয়ে যায়। মানববন্ধনে বিদ্যালয়ের অন্য কোনো শিক্ষক বা কর্মচারী ছিল না। মানববন্ধনের ব্যাপারে আগে কর্তৃপক্ষকে জানানো হয়নি।

মানববন্ধনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের প্রভাষক রতন কুমার দাস একটি কুচক্রী মহলের প্ররোচনায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা এবং বানোয়াট অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি করে। আজ সে কিছু ছাত্রদের ফুসলিয়ে কলেজে মানববন্ধনের আয়োজন করে।’ 

মানববন্ধনের বিষয়ে জানতে সহকারী অধ্যাপক রতন কুমার দাসকে বারবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অধ্যক্ষের অভিযোগটি পেয়েছি। অভিযোগটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফরোয়ার্ড করব।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির