হোম > সারা দেশ > ঢাকা

জামায়াতকে কোনো কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক কোনো কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ঢাকা মহানগরী শাখার বিক্ষোভ মিছিলের অনুমতির আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকার কাছে এ মন্তব্য করেন।

কমিশনার বলেন, ‘তাদের আবেদন আমরা পেয়েছি। তবে তাদের কোনো অনুমতি দেওয়া হবে। তাদের কোনো কর্মসূচি পালনের অনুমতি নেই।’

এর আগে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরার সদস্য ও আইনজীবী থানা সভাপতি অ্যাডভোকেট মাঈনুদ্দিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। তাঁরা ১১ ফেব্রুয়ারি বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে ডিএমপির কার্যালয়ে একটি আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, ‘পাঠ্যপুস্তকে বিভিন্ন অনৈসলামিক বিষয় সংযোজন, ইসলামকে হেয়প্রতিপন্ন করা, মুসলিম শাসকদের দস্যু হিসেবে প্রতিপন্ন করা, ইসলামের মৌলিক বিষয়কে হেয় করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করবেন।’

এতে আরও বলা হয়, ‘ওই দিন বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মগবাজার পর্যন্ত বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন।’

ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেওয়ার পর প্রতিনিধিদল উপস্থিত মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১১ ফেব্রুয়ারি বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা বায়তুল মোকাররম মসজিদ থেকে মগবাজার চৌরাস্তা পর্যন্ত বিক্ষোভ মিছিলের জন্য অনুমতি চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে আবেদন গ্রহণ করে একটি অনুলিপি আমাদের দেওয়া হয়েছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১