হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে দুজন মারা গেছে। মৃতরা হলেন ভাঙ্গারির গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর ওরফে আলম (২৩)।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান আলম এবং রাত পৌনে ২টার দিকে মারা যান গাজী মাজহারুল ইসলাম (৪৫)। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, মাজহারুলের ৩২ শতাংশ ও আলমের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

ডা. এস এম আইউব হোসেন আরও জানান, বর্তমানে যাঁরা ভর্তি আছেন, তাঁদের মধ্যে শাহিনের ৩৫ শতাংশ, নুর হোসেনের ৯৫ শতাংশ, শফিকুলের ৮০ শতাংশ, আল আমিনের ৭০ শতাংশ, মাসুমের ৯৫ শতাংশ ও মিজানুরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ী এলাকায় ভাঙারির দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে এবং রিকশার গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির