হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে দুজন মারা গেছে। মৃতরা হলেন ভাঙ্গারির গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর ওরফে আলম (২৩)।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান আলম এবং রাত পৌনে ২টার দিকে মারা যান গাজী মাজহারুল ইসলাম (৪৫)। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, মাজহারুলের ৩২ শতাংশ ও আলমের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

ডা. এস এম আইউব হোসেন আরও জানান, বর্তমানে যাঁরা ভর্তি আছেন, তাঁদের মধ্যে শাহিনের ৩৫ শতাংশ, নুর হোসেনের ৯৫ শতাংশ, শফিকুলের ৮০ শতাংশ, আল আমিনের ৭০ শতাংশ, মাসুমের ৯৫ শতাংশ ও মিজানুরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ী এলাকায় ভাঙারির দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে এবং রিকশার গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি