হোম > সারা দেশ > ঢাকা

সমতার সমাজ গড়ার প্রত্যয়ে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর করা এবং সমতার সমাজ গড়ার প্রত্যয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন নারীরা। 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে পদযাত্রাটি জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়। 

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তুলে ধরা হয় ধর্ষণের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবি। 

আয়োজকেরা জানান, শিক্ষার্থী-জনতার রক্তস্নাত আন্দোলনের পর দীর্ঘ ১৫ বছরের স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়েছে। কিন্তু দেশে এখনো পিতৃতান্ত্রিক এবং নিপীড়নমূলক ক্ষমতা কাঠামো রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই সংস্কৃতি পরিবর্তনের দাবি তাঁদের। সেই দাবি জানাতেই ২০২০ সালের ধর্ষণবিরোধী আন্দোলন থেকে শুরু হওয়া শেকল ভাঙার পদযাত্রা চতুর্থতম বারের মতো রাজপথে নামে। 

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। এ ছাড়া হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করার দাবিও জানান তাঁরা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট