হোম > সারা দেশ > ঢাকা

সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রী নিয়ে ৫ কিমি যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। ছাদ উড়ে যাওয়ার পরও বাসটি যাত্রী নিয়ে প্রায় ৬ কিলোমিটার চালিয়ে নিয়ে যান চালক। এ ঘটনায় বরিশাল এক্সপ্রেস বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ১৭ এপ্রিল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের ওপর ‘বরিশাল এক্সপ্রেস’ নামের ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানটি সামনে থাকা একটি প্রাইভেট কারকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাসচালক আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে বাসচালক আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে সমষপুরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে সড়কে ছিটকে পড়ে। এতে বাসে থাকা আট যাত্রী আহত হন।

এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী উক্ত মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিআরটিএ আরও জানিয়েছে, মোটরযানটির মালিককে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিআরটিএর অফিস আদেশে বলা হয়।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ