হোম > সারা দেশ > ঢাকা

দুই বাসের রুট পারমিট স্থগিত, ২৫ বাসকে ৭৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দুই সিটিতে পরিচালিত অভিযানের দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত খাজাবাবা পরিবহন ও গ্রীন ঢাকা পরিবহনের দুটি বাসের রুট পারমিট স্থগিত করেছে। এ ছাড়া দুই সিটির ভ্রাম্যমাণ আদালতে ২৫ বাসকে ৭৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার দুই বাসের রুট পারমিট স্থগিতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে ঢাকা উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, এই দুইটি বাস দীর্ঘ দিন থেকে ঢাকার বাইরের রুট পারমিট নিয়ে ঢাকা শহরের মধ্যে চলাচল করে আসছিল। 

অভিযানের দ্বিতীয় দিন ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালতে দশটি বাসকে ৪৩ হাজার ২০০ টাকা এবং উত্তর সিটিতে ১৫টি বাসকে ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ভিক্টর ক্লাসিক পরিবহনকে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা জরিমানা করা হয়েছে। দুই সিটির গুলিস্তান ও মিরপুর এলাকায় সোমবার একযোগে অভিযান পরিচালনা করা হয়। গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় এসব পরিবহনকে জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

ঢাকা দক্ষিণ সিটির অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন। উত্তর সিটির অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। 

গতকাল দুই সিটিতে অভিযান চালিয়ে ২২ বাসকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দুই দিনে মোট জরিমানা করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১১ শত টাকা। আরও ২৮ দিন এই অভিযান চলবে। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর