হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় দাদার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় দাদার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে বাবুপাড়া ইউনিয়নের বউবাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন।

নিহত মো. আব্দুল্লাহ ইউনিয়নের পাংশা বাবুপাড়া গ্রামের গ্রামের সৌদিপ্রবাসী সেলিম শেখের ছেলে। 

আব্দুল্লাহর দাদা মো. জনাব আলী শেখ জানান, প্রতিদিনের মতো নাতিকে নিয়ে বাড়ির কাছের বউবাজারে চা খেতে যান। সেখানে শহীদুলের চায়ের দোকানে বিদ্যুতায়িত হয় আব্দুল্লাহ। চা বানানোর ইলেকট্রিক হিটার জগ থেকে টেবিলের ওপর রাখা ইস্পাতের ট্রেতে বিদ্যুত ছড়িয়ে পড়ে। ওই ট্রেতে হাত লাগার কারণে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় আব্দুল্লাহ। দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। 

পাংশা মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট