হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় দাদার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় দাদার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে বাবুপাড়া ইউনিয়নের বউবাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন।

নিহত মো. আব্দুল্লাহ ইউনিয়নের পাংশা বাবুপাড়া গ্রামের গ্রামের সৌদিপ্রবাসী সেলিম শেখের ছেলে। 

আব্দুল্লাহর দাদা মো. জনাব আলী শেখ জানান, প্রতিদিনের মতো নাতিকে নিয়ে বাড়ির কাছের বউবাজারে চা খেতে যান। সেখানে শহীদুলের চায়ের দোকানে বিদ্যুতায়িত হয় আব্দুল্লাহ। চা বানানোর ইলেকট্রিক হিটার জগ থেকে টেবিলের ওপর রাখা ইস্পাতের ট্রেতে বিদ্যুত ছড়িয়ে পড়ে। ওই ট্রেতে হাত লাগার কারণে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় আব্দুল্লাহ। দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। 

পাংশা মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির