হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় রেলপথ ও সড়ক অবরোধ করেছে জামায়াত, পুলিশের ধাওয়া 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় রেলপথ অবরোধ ও মহাসড়কে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশ এসে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। 

আজ মঙ্গলবার টানা তিন দিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিনে সকাল সাড়ে ৬টার দিকে কসাইবাড়ী রেললাইন অবরোধ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। 

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের সামনে সকাল সোয়া ৭টায় রাস্তায় আগুন লাগিয়ে অবরোধের চেষ্টা করা হয়। পরে পুলিশ ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যান। 

কসাইবাড়ী রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিলের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সরকারের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না। শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচনও হতে দেবে না।’ 

রেজাউল করিম বলেন, ‘আজকের অবরোধ বিনা ভোটের সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ। আজকের অবরোধ গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ, সর্বোপরি দুর্নীতিবাজ, খুনি ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার সর্বাত্মক অবরোধ।’ জামায়াতের এই নেতা বলেন, ‘এই সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে তাদের পরিণতি শুভ হবে না।’ 

এদিকে জামায়াত রেললাইন অবরোধের কিছুক্ষণ পর উত্তরার বিজিবি মার্কেটের সামনে কাঠ, কাগজ, পলিথিন দিয়ে আগুন লাগিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা চালানো হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

এ সময় পুলিশ এসে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ রাস্তার আগুন নিভিয়ে দিয়ে রাস্তা থেকে ইট-কাঠ সরিয়ে দেয়। 

রেললাইন অবরোধ ও রাস্তায় আগুনের বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ও উত্তরা পূর্ব থানার ওসি মো. নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব