হোম > সারা দেশ > ঢাকা

পোশাক কারখানার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক খুদে বার্তায় এ তথ্য জানান। 

খুদে বার্তায় বলা হয়, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। এর আগে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী অবরোধে গত সোমবার (৬ নভেম্বর) ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। 

এদিকে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষে আজ বৃহস্পতিবার আশুলিয়ায় অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অনেক কারখানা আবার খোলা থাকলেও সেখানে কাজ করেননি শ্রমিকেরা। তাঁরা কর্মস্থল থেকে বেরিয়ে গেছেন।

শিল্প পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বলেন, সকাল ৮টার দিকে জামগড়া ও আশপাশের এলাকার বেশ কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হন। পরে তাঁরা হাজিরা নিশ্চিত করে ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে কারখানা থেকে বেরিয়ে যান।

সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর শ্রমিকেরা বিভিন্ন অলিতে-গলিতে ঢুকে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ