হোম > সারা দেশ > ঢাকা

আনসারুল্লাহর জসিম উদ্দিন রাহমানী কারামুক্ত, কোথায় আছেন জানা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দীন রাহমানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন। 

আজ সোমবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে জসিম উদ্দিন রাহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কারাগার থেকে চলে যান। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা তিনি ভোগ করেছেন। এ ছাড়া জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।’ 

কাশিমপুর হাই–সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘পাঁচটি মামলার জামিনের কাগজপত্র আসার পর তাঁকে নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন তা আর আমাদের জানার বিষয় না।’ 

এদিকে, জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন