হোম > সারা দেশ > ঢাকা

গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে সরকার ঘোষিত লকডাউন। গণপরিবহন ছাড়া সবকিছুই স্বাস্থ্যবিধি মেনে খোলা রয়েছে। সেজন্য বন্ধ থাকা গণপরিবহন চালুর দাবিতে বৃহস্পতিবার দুপুরে গাবতলী বাস টার্মিনালের সামনে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।

বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকরা দ্রুত গণপরিবহন চালু করার দাবি করে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন।

পরিবহন শ্রমিকরা বলছেন, গণপরিবহন বন্ধ থাকায় তাঁদের সংসার চলছে না। পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। তাঁরা অভিযোগ করে বলেন, লকডাউনে সরকার সাহায্য করছেনা, পরিবহন নেতারাও খোঁজ নিচ্ছেন না।

পরিবহন শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'পরিবহন শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে। সেজন্য ক্ষুব্ধ হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। আমাদের কোন কর্মসূচি দিতে হয়নি। তবে ঘণ্টাখানিকের জন্য তাঁরা এই বিক্ষোভ করেছিল। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।'

ওসমান আলী বলেন, 'সরকার যখন সবকিছুই খুলে দিয়েছে। সাধারণ পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে ঈদের আগে গণপরিবহন চালু করা হোক।'

এরআগে গাবতলীতে গণপরিবহন চালু করাসহ চার দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা