হোম > সারা দেশ > ঢাকা

গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে সরকার ঘোষিত লকডাউন। গণপরিবহন ছাড়া সবকিছুই স্বাস্থ্যবিধি মেনে খোলা রয়েছে। সেজন্য বন্ধ থাকা গণপরিবহন চালুর দাবিতে বৃহস্পতিবার দুপুরে গাবতলী বাস টার্মিনালের সামনে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।

বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকরা দ্রুত গণপরিবহন চালু করার দাবি করে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন।

পরিবহন শ্রমিকরা বলছেন, গণপরিবহন বন্ধ থাকায় তাঁদের সংসার চলছে না। পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। তাঁরা অভিযোগ করে বলেন, লকডাউনে সরকার সাহায্য করছেনা, পরিবহন নেতারাও খোঁজ নিচ্ছেন না।

পরিবহন শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'পরিবহন শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে। সেজন্য ক্ষুব্ধ হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। আমাদের কোন কর্মসূচি দিতে হয়নি। তবে ঘণ্টাখানিকের জন্য তাঁরা এই বিক্ষোভ করেছিল। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।'

ওসমান আলী বলেন, 'সরকার যখন সবকিছুই খুলে দিয়েছে। সাধারণ পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে ঈদের আগে গণপরিবহন চালু করা হোক।'

এরআগে গাবতলীতে গণপরিবহন চালু করাসহ চার দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট