হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধুকে অবমাননা, ডিজিটাল আইনে নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

আজ রোববার দুপুরে শাহবাগ থানায় অভিযোগটি দায়ের করেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে গত শুক্রবার বেলা ২টায় শ্রীলঙ্কার চলমান আন্দোলনের কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাঁকে নিয়ে এত কিছু করার কিছু নাই।’ 

অভিযোগের বিষয়ে সাচ্ছু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন আগে নুরুল হক নুর তাঁর ফেসবুক স্ট্যাটাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি লিখেছেন, শেখ মুজিব যাতে শেষ মুজিব না হয়ে যায়। যেখানে জাতির পিতা আমাদের বাংলাদেশের স্থপতি সেখানে সে তো এটা বলতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু এটা লিখেছে তাই তথ্যপ্রযুক্তি আইনে আজ (রোববার) দুপুরে শাহবাগ থানায় অভিযোগটা দায়ের করেছি।’ 

ওসি মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘‘সাধারণ ডায়েরি করে অভিযোগটি আমরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তাদের মতামত অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘যে পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি একটি ভুয়া পেজ। আমার অফিশিয়াল পেজ থেকেও এটি পোস্ট দেওয়া আছে। সেই পেজ থেকে যা পোস্ট দেওয়া হয়েছে তা অবশ্যই দুঃখজনক এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, পেজটা কারা চালায় এবং এ ধরনের পোস্ট যে দিয়েছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন