নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত এক কর্মশালায় খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী এক-দুই বছরের মধ্যে শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিত করবে সরকার। অনুষ্ঠানে খাদ্য নিশ্চিতকরণে ১৬১৫৫ কল সেন্টারের উদ্বোধন করা হয়।’
টোল ফ্রি কল সেন্টার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৬১৫৫-এ কল করে দেশের সর্বস্তরের জনগণ জানতে পারবে খাদ্যের বিষয়ে যেকোনো তথ্য।
‘নিরাপদ খাদ্য ও সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ স্লোগান সঙ্গে নিয়ে উদ্যাপিত নিরাপদ খাদ্য দিবস-২০২৩-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। তবে এটা খুবই চ্যালেঞ্জিং। এটা সরকারি সংস্থা বা কারও একার পক্ষে সম্ভব নয়।’
খাদ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি ঠেকানোর জন্য নয়, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরাপদ খাদ্য বাস্তবায়ন করা জরুরি। ভেজাল খাদ্য বন্ধে অভিযান চালানো হচ্ছে নিয়মিত। সভা-সেমিনার কিংবা মুখে বলে নয়, নিরাপদ খাদ্য বাস্তবে নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আন্দোলন গড়ে তুলতে হবে।