হোম > সারা দেশ > ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ নাগরিক মঞ্চের ১১ দফা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১১ দফা দাবি জানিয়েছে নাগরিক মঞ্চের নেতারা। আজ সোমবার রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক মঞ্চের উদ্যোগে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, সকল রাজবন্দী ও আলেম ওলামাদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান নাগরিক মঞ্চের নেতারা।

এসব দাবির মধ্যে রয়েছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, গ্রেপ্তার রাজনৈতিক নেতা–কর্মীদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় পণ্য, গ্যাস, পানি, বিদ্যুতের দাম কমানো, ব্যাংক বিমাসহ সব প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করা, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকের আগ্রাসন বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ ও রাজনৈতিক দলের নিবন্ধন সহজ করা।

প্রধান অতিথির বক্তব্যে নৈতিক সমাজের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত আমসাআ আমিন বলেন, এর আগেও আমরা অনেক দাবি করেছি। আমাদের কোনো দাবি শোনা হয়নি। এ জন্য আন্দোলন করে এগিয়ে যেতে হবে। 

সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সমন্বয়ক দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, নৈতিক সমাজের উপদেষ্টা মেজর (অবসরপ্রাপ্ত) মজিবুল হকসহ অন্যরা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন