হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত কাজী ফারুক আহমেদ (৪৫) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

কাজী ফারুক আহমেদ নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের খলিল মিয়ার ছেলে। নিহত ফারুক আহমেদের ভগ্নিপতি শেখ মোমেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১) এবং ফারুক আহমেদ (৪৫) এবং ফারুক মিয়া (৩৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আলীপুর এলাকার ইসমাইল কোম্পানি এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাত থেকেই আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষে জড়ালে দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশের এএসআইসহ দুই গ্রুপের পাঁচজন আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন। 

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফারুক আহমেদকে। চিকিৎসাধীন থাকার একদিন পর তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে হামলা ও লুটপাটের আশঙ্কায় বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন আলিপুর গ্রামের প্রতিপক্ষ ইসমাইল কোম্পানির সমর্থকেরা। 

নিহত হওয়ার বিষয়ে জানতে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদকে ফোন করা হলে রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট