হোম > সারা দেশ > ঢাকা

মুচলেকা দিয়ে নজরুল-রবীন্দ্রসংগীত গাওয়া বন্ধ করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জীবনে আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসংগীত করবে না বলে মুচলেকা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এই মুচলেকা দেন তিনি।

বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান। 

হারুন অর রশীদ বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনেও আর নজরুল ও রবীন্দ্রসংগীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবেন না।’ 

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতি নজরুল ও রবীন্দ্রসংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি, এই সব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন গান করবেন না।’

পুলিশের পোশাক পরে বিভিন্ন ভিডিও বানানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি বিভিন্ন সংগীতে পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি তা নেননি। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না। তিনি কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার নামে অভিনয় করছেন, তিনি কাউকে জানান না, তাঁকে নিয়ে আর কী বলব।’ 

পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না।’

বুধবার সকালে হিরো আলমকে ডিবিতে ডাকা হয়।

এর আগে রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে বিকৃতভাবে উপস্থাপন করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশে তাঁর কয়েকটি গানকে গণ-উৎপাত আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট