হোম > সারা দেশ > ঢাকা

মুচলেকা দিয়ে নজরুল-রবীন্দ্রসংগীত গাওয়া বন্ধ করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জীবনে আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসংগীত করবে না বলে মুচলেকা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এই মুচলেকা দেন তিনি।

বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান। 

হারুন অর রশীদ বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনেও আর নজরুল ও রবীন্দ্রসংগীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবেন না।’ 

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতি নজরুল ও রবীন্দ্রসংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি, এই সব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন গান করবেন না।’

পুলিশের পোশাক পরে বিভিন্ন ভিডিও বানানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি বিভিন্ন সংগীতে পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি তা নেননি। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না। তিনি কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার নামে অভিনয় করছেন, তিনি কাউকে জানান না, তাঁকে নিয়ে আর কী বলব।’ 

পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না।’

বুধবার সকালে হিরো আলমকে ডিবিতে ডাকা হয়।

এর আগে রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে বিকৃতভাবে উপস্থাপন করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশে তাঁর কয়েকটি গানকে গণ-উৎপাত আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়।

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে