হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়মুখী লংমার্চে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা। ছবি: আজকের পত্রিকা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে সুপারিশপ্রাপ্ত নিয়োগপ্রত্যাশীদের লংমার্চ কর্মসূচি চলাকালে তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে।

আজ রোববার বেলা দেড়টার দিকে সচিবালয় মোড়ে এ ঘটনা ঘটে।

এনটিআরসিএ থেকে সুপারিশপ্রাপ্ত হাজারো প্রার্থী নিয়োগ না পাওয়ার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় তাঁরা ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচির ডাক দেন।

তিনটি দাবি নিয়ে তাঁরা আজ আন্দোলনে নামেন। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে। ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে। আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

শিক্ষকদের কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

আজ কর্মসূচির একপর্যায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে তাঁরা সচিবালয় এলাকায় প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করা হয়। নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড।

পুলিশ জানিয়েছে, সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিন্তু আজ দুপুরে শিক্ষকেরা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয় এলাকায় ঢোকার চেষ্টা করেন। এ সময় তাঁদের থামাতে অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পাশাপাশি লাঠিপেটাও করা হয়।

শিক্ষকদের কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

ডিএমপির রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। সচিবালয়ের মুখে তাঁদের লংমার্চ কর্মসূচি ছিল। সকাল থেকে তাঁরা কর্মসূচি পালন করেছেন প্রেসক্লাবের সামনে। এরপর হঠাৎ বেলা দেড়টার সময় তাঁরা এখানে এসেছিলেন। আমি জেনেছি যে, প্রেসক্লাবের সামনে অবস্থান করছিলেন তাঁরা।’

মাসুদ আলম আরও বলেন, ‘উনাদের পাঁচজনকে সচিবালয়ে পাঠিয়েছিলাম যে উনারা গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে তাঁদের বিষয়গুলো, আপডেটগুলো জেনে আসুক। তো তাঁদের এই পাঁচজন গেছেন। ওই পাঁচজন মনে হয় ওখানে যাওয়ার পর তাঁরা বলছেন যে, এখানে সমাধান না হওয়া পর্যন্ত যাবেন না।’

ডেপুটি কমিশনার বলেন, ‘তাঁরা আবার লিংক রোডে চলে আসেন। লিংক রোডে যথারীতি আমাদের একটা ব্যারিকেড আছে। ব্যারিকেডটা যখন ভাঙার চেষ্টা করে, তখন পুলিশ প্রথমে বাধা দেয়, ফিরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু এরপরেও তাঁরা মানছিলেন না, একটু বেপরোয়াও হয়ে গিয়েছিলেন।’

মাসুদ আলম বলেন, ‘সচিবালয়ে তো আমরা যেতে দিতে পারি না। ওখানে তো ১৪৪ ধারা জারি করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের মনে হয় এক-দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে। এতে আমাদের দুই-একজন পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে