হোম > সারা দেশ > টাঙ্গাইল

কুমুদিনী হাসপাতালে অ্যাম্বুলেন্স উপহার দিলেন ভারতীয় হাইকমিশনার 

মির্জাপুর, প্রতিনিধি

ভারত সরকারের পক্ষ থেকে কুমুদিনী হাসপাতালে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, হস্তান্তরকৃত অ্যাম্বুলেন্সটি আধুনিক। জরুরি রোগীদের জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত। যা চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের জরুরীসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করবে। এটি করোনা পরবর্তীকালেও বাংলাদেশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, 'বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের দ্বারা শারদীয় দুর্গোৎসব আনন্দদায়কভাবে উদ্‌যাপন হচ্ছে। এ দেশের মানুষের মানবসেবা মনোভাব এবং আন্তরিকতার ঐতিহ্য ৭১ এর মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিফলিত করে। যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।' 

এ সময় তিনি কুমুদিনী কল্যাণ সংস্থার কর্মকর্তা কর্মচারী, হাসপাতালের চিকিৎসক নার্স এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। এরপর তিনি হাসপাতাল পরিদর্শন করেন। পরে ভারতীয় হাইকমিশনার নৌকা যোগে লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সহার নিজ বাড়ির পূজা মণ্ডপে যান। সেখানে দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত আরতি অনুষ্ঠান উপভোগ করেন এবং পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী, হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি (পাবলিক ডিপলোম্যাসি) দীপ্তি এ্যানাঘাট, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম প্রমুখ। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট