হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে জমি নিয়ে বিরোধে যুবককে হত্যার অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বিরোধপূর্ণ একটি জমিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেলের পরিবারের সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর রহমান, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাঁদের আত্মীয়স্বজনের ১৫-২০ জনের একটি দল বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যান। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সঙ্গে রুবেলের যোগসাজশে রয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করেন। 

এরপর রুবেল শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওই প্রতিবেশীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় রুবেলের চিৎকারে পরিবার ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। 

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়ে দিই। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানি না।’ 
 
নিহত রুবেলের ছোট ভাই রাসেল আহমেদ বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বড়ভাই রুবেলের অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি ও লিমাসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হবে।’ 
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’ 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস