হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে জমি নিয়ে বিরোধে যুবককে হত্যার অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বিরোধপূর্ণ একটি জমিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেলের পরিবারের সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর রহমান, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাঁদের আত্মীয়স্বজনের ১৫-২০ জনের একটি দল বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যান। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সঙ্গে রুবেলের যোগসাজশে রয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করেন। 

এরপর রুবেল শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওই প্রতিবেশীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় রুবেলের চিৎকারে পরিবার ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। 

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আমরা বিষয়টি পুলিশকে জানিয়ে দিই। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানি না।’ 
 
নিহত রুবেলের ছোট ভাই রাসেল আহমেদ বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বড়ভাই রুবেলের অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি ও লিমাসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হবে।’ 
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’ 

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন