হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যেসব সড়কে আজ যানজটের সম্ভাবনা, ডিএমপির নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন, হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদ্‌যাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির কারণে আজ রোববার রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে কয়েকটি এলাকার জনগণকে গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশের সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে আজ রোববার ‘বাংলা ব্লকেড’ পালন করার কথা রয়েছে শিক্ষার্থীদের। এরই মধ্যে ধর্মীয় উৎসব হিসেবে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে হিন্দুধর্মাবলম্বীরা। এ ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের কারণে যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সে কারণে রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারী এলাকার জনগণকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

এর আগে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়—সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা রোববার থেকে শুরু হয়ে আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে। 

প্রধান রথযাত্রা আগামীকাল রোববার বিকেল ৩টায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথযাত্রা আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে। 

প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে

স্বামীবাগ রোডের স্বামীবাগ আশ্রম (ইসকন, ঢাকা) থেকে জয়কালি মন্দির মোড়-ইত্তেফাক মোড়-শাপলা চত্বর-দৈনিক বাংলা মোড়-রাজউক ক্রসিং-গুলিস্তান-গোলাপশাহ মাজার-পুলিশ হেডকোয়ার্টার্স-সরকারি কর্মচারী হাসপাতাল-হাইকোর্ট মাজার-দোয়েল চত্বর-কেন্দ্রীয় শহীদ মিনার-জগন্নাথ হল-পলাশী-ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে। 

রথযাত্রা উপলক্ষে এ সময়ে এসব সড়কে চলাচলকৃত যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক