হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির র‍্যালি, বিজয়নগর-পুরানা পল্টন এলাকায় যানজটের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

বিএনপির কর্মসূচি ঘিরে আজ বুধবার রাজধানীর নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টন ও শান্তিনগর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।

নয়াপল্টনে আজ দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালির আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এর ফলে নয়াপল্টন থেকে বিজয়নগর, শান্তিনগর, পুরানা পল্টন মোড়ের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় যানবাহন প্রায় দুই ঘণ্টা ধরে চলাচল করতে পারেনি।

অবশ্য যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন বলে এ সময় দাবি করেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।

নয়াপল্টনে বুধবার দুপুরে বিএনপির র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

মোস্তফা জগলুল পাশা বলেন, ‘আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি, যাতে যাত্রী বা পথচারীরা ভোগান্তিতে না পড়ে। যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে ব্যবস্থা করার জন্য আমাদের একটি দল বিভিন্ন জায়গায় কাজ করছে।’

ছবি: আজকের পত্রিকা

যদিও তাঁর এই বক্তব্যের কোনো ছাপ দেখা যায়নি। ভোগান্তির শিকার নাজমুল হক নামের এক ব্যক্তি বলেন, ‘বেলা ২টার দিকে গুলিস্তানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এক ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত পল্টন মোড়ে যেতে পারিনি। তাই হাঁটা শুরু করেছি। রাস্তার মাঝে মিছিল নিয়ে অবস্থান নেওয়ার কারণে সব গাড়ি থেমে আছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে প্রধান সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি, দ্রুত যানজট নিরসন হবে।’

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি