হোম > সারা দেশ > ঢাকা

কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা জবি ছাত্রলীগ নেতার

জবি সংবাদদাতা 

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিম। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। 

গত রোববার (২২ জুলাই) রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন তিনি। শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। 

মামলার এজাহারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিম দাবি করেন, ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাত্রাবাড়ী থেকে রওনা দেন তিনি। যখন শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের পূর্ব পাশে আসেন, তখন কোটা আন্দোলনকারীদের ব্যানারে থাকা ৫০ থেকে ৬০ জন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মী তাঁর মুঠোফোন পরীক্ষা করেন। পরে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। 

এজাহারে তিনি আরও দাবি করেন, একপর্যায়ে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে নিয়ে হত্যার উদ্দেশ্যে প্রায় দেড় ঘণ্টা অমানবিক নির্যাতন করে স্টিলের পাইপ, রড দিয়ে তাঁর মাথায়, পিঠে, হাতে, কোমরে, বুকেসহ শরীরে রক্তাক্ত জখম করেন। পরে হত্যার উদ্দেশ্য তাঁকে টেনেহিঁচড়ে সিঁড়িতে ফেলে দেন বলেও অভিযোগ করেন তিনি। পরে আবারও অমর একুশে হলের গেস্টরুমে নিয়ে তাঁকে নির্যাতন করার পর জ্ঞান হারিয়ে ফেললে মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে রিকশায় তুলে দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। 

মফিজুর রহমান হামিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চানখাঁরপুলে যাওয়ার পর ৫০-৬০ জন আন্দোলনকারী আমার বাইক থামায়। তারা আমার ফোন চেক করে। চেক করার সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখার সঙ্গে সঙ্গে আমাকে মারা শুরু করে। আমার গেঞ্জি ছিঁড়ে ফেলে। পরে সেখান থেকে ১০-১২ জন আমাকে অমর একুশে হলের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা দেড় ঘণ্টা পাশবিক নির্যাতন চালায়।’

হামিম আরও বলেন, ‘এ সময় কোনো হল প্রভোস্ট, শিক্ষক আসেননি আমাকে বাঁচাতে।’ 

এ বিষয়ে অমর একুশে হলের প্রভোস্ট ইশতিয়াক সৈয়দ আজকের পত্রিকাকে বলেন, ‘অমর একুশে হলের সামনে শিক্ষার্থীদের নির্যাতনের বেশ কয়েকটা ঘটনা ঘটেছিল। আমিসহ প্রক্টরিয়াল বডির সাহায্যে বেশ কয়েকজনকে ক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে রক্ষা করেছিলাম।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু