হোম > সারা দেশ > ঢাকা

আইনি সুরক্ষা থেকে বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রচলিত আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষেরা। ফলে তারা নানা রকম হয়রানির শিকার হচ্ছেন। ন্যায্য নাগরিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে একটি হোটেলে ‘লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর আইনি সুরক্ষা ও অধিকার সংরক্ষণে’ আয়োজিত মত বিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন। এলইজিডি প্রকল্পের সহযোগিতায় সভার আয়োজন করে সম্পর্কের নয়া সেতু। 

সংগঠনের সভাপতি জয়া শিকদার বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর মানুষের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে আইনি সুরক্ষা ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হন এই জনগোষ্ঠীর মানুষেরা।’ তৃতীয় লিঙ্গের মানুষেরা ঠিকমতো স্বাস্থ্যসেবাও পান না।’ এবারের জনশুমারিতে বেশ কিছু হিজড়া ডেরা বাদ পড়েছে বলে অভিযোগ করেন তিনি। 

নারী পক্ষের সদস্য আইনজীবী কামরুন নাহার বলেন, ‘তৃতীয় লিঙ্গের অনেক মানুষ সমাজের ভয়ে নিজের পরিচয় গোপন রাখেন। কারণ পরিচয় প্রকাশ হলে হয়রানি হওয়ার শঙ্কা থাকে। তবে সরকারি-বেসরকারি প্রচেষ্টায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে।’ 

অনুষ্ঠানে আলোচনায় আরও অংশ নেন মানবাধিকার কর্মী মুশফিকা লাইজু, বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম ম্যানেজার নাদিরা পারভীন, আশার আলোর প্রোগ্রাম ম্যানেজার সানোয়ার হোসেন প্রমুখ। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন