হোম > সারা দেশ > ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে বিশেষ অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে ঘিরে রাজধানীতে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ জন্য রাজধানীতে আটটি বিশেষ টিম গঠনসহ সারা দেশে টিম গঠন করে অভিযান চালাবে সংস্থাটি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করে তা তদারকি করা হচ্ছে। বাতিল করা হয়েছে সব কর্মকর্তার ছুটি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাতে আটটি টিম গঠন করা হয়েছে। পরিচালক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা কাজ করছেন। ডিজে পার্টি বা বিভিন্ন স্থানে মাদক ও মদের ব্যবহার রোধে বিশেষ অভিযান চালানো হবে। এতে রাজধানীতে ৮টি টিমসহ সারা দেশে টিম গঠন করা হয়েছে। অধিদপ্তরে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

রাজধানীতে প্রায় ১৫০ টির বেশি বারের অনুমোদন রয়েছে। এসব বার ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। এসব স্থানে ডিজে পার্টি, মাদক ও মদ ব্যবহারে নজরদারি করবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ