হোম > সারা দেশ > ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে বিশেষ অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে ঘিরে রাজধানীতে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ জন্য রাজধানীতে আটটি বিশেষ টিম গঠনসহ সারা দেশে টিম গঠন করে অভিযান চালাবে সংস্থাটি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করে তা তদারকি করা হচ্ছে। বাতিল করা হয়েছে সব কর্মকর্তার ছুটি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাতে আটটি টিম গঠন করা হয়েছে। পরিচালক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা কাজ করছেন। ডিজে পার্টি বা বিভিন্ন স্থানে মাদক ও মদের ব্যবহার রোধে বিশেষ অভিযান চালানো হবে। এতে রাজধানীতে ৮টি টিমসহ সারা দেশে টিম গঠন করা হয়েছে। অধিদপ্তরে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

রাজধানীতে প্রায় ১৫০ টির বেশি বারের অনুমোদন রয়েছে। এসব বার ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। এসব স্থানে ডিজে পার্টি, মাদক ও মদ ব্যবহারে নজরদারি করবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩