হোম > সারা দেশ > ঢাকা

থার্টি ফার্স্ট নাইটে বিশেষ অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে ঘিরে রাজধানীতে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ জন্য রাজধানীতে আটটি বিশেষ টিম গঠনসহ সারা দেশে টিম গঠন করে অভিযান চালাবে সংস্থাটি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করে তা তদারকি করা হচ্ছে। বাতিল করা হয়েছে সব কর্মকর্তার ছুটি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাতে আটটি টিম গঠন করা হয়েছে। পরিচালক পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা কাজ করছেন। ডিজে পার্টি বা বিভিন্ন স্থানে মাদক ও মদের ব্যবহার রোধে বিশেষ অভিযান চালানো হবে। এতে রাজধানীতে ৮টি টিমসহ সারা দেশে টিম গঠন করা হয়েছে। অধিদপ্তরে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

রাজধানীতে প্রায় ১৫০ টির বেশি বারের অনুমোদন রয়েছে। এসব বার ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। এসব স্থানে ডিজে পার্টি, মাদক ও মদ ব্যবহারে নজরদারি করবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে