হোম > সারা দেশ > ঢাকা

বৈদ্যুতিক ত্রুটির কারণে আধা ঘণ্টার বেশি সময় মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ৩৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আজ রোববার দুপুর ২টা ২৭ মিনিট থেকে বেলা ৩টা ৪ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে। এর পর থেকে আবার স্বাভাবিক চলাচল শুরু করেছে।

এ বিষয়ে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে জানানো হয়, আজ বেলা ২টা ২৭ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরে বেলা ৩টা ৪ মিনিটে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।

মেট্রোরেলের যাত্রী মো. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তিনি ওই সময় মেট্রোরেলে পল্লবীর দিকে যাচ্ছিলেন। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আগারগাঁও স্টেশনে মেট্রোরেল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রী মেট্রোরেল থেকে নেমে যান। পরে বাস বা রিকশায় বিভিন্ন গন্তব্যে চলে যান।

ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশনে যাচ্ছিলেন অপর এক যাত্রী খালেদ নোমান। তিনি বলেন, ‘মেট্রোর পেইড জোনে অপেক্ষা করছিলাম। ভাবছিলাম, বিদ্যুৎ কিছু সময়ের মধ্যে চলে আসবে। কিন্তু আধা ঘণ্টারও বেশি সময় পেইড জোনে অপেক্ষা করতে হলো।’ 

ঈশিতা নামে আরেক যাত্রী জানান, তিনি তাঁর বৃদ্ধ মাকে নিয়ে বেশ কিছু সময় অপেক্ষার পরে স্টেশন থেকে বের হয়ে আসেন।

এ বিষয়ে জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন আজ বেলা সোয়া ৩টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষ ডিপিডিসি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকে, সেখান থেকে পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছিল। এখন আবার চলাচল শুরু হয়েছে।’

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ