হোম > সারা দেশ > ঢাকা

বৈদ্যুতিক ত্রুটির কারণে আধা ঘণ্টার বেশি সময় মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ৩৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আজ রোববার দুপুর ২টা ২৭ মিনিট থেকে বেলা ৩টা ৪ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে। এর পর থেকে আবার স্বাভাবিক চলাচল শুরু করেছে।

এ বিষয়ে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে জানানো হয়, আজ বেলা ২টা ২৭ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরে বেলা ৩টা ৪ মিনিটে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।

মেট্রোরেলের যাত্রী মো. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তিনি ওই সময় মেট্রোরেলে পল্লবীর দিকে যাচ্ছিলেন। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আগারগাঁও স্টেশনে মেট্রোরেল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যাত্রী মেট্রোরেল থেকে নেমে যান। পরে বাস বা রিকশায় বিভিন্ন গন্তব্যে চলে যান।

ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশনে যাচ্ছিলেন অপর এক যাত্রী খালেদ নোমান। তিনি বলেন, ‘মেট্রোর পেইড জোনে অপেক্ষা করছিলাম। ভাবছিলাম, বিদ্যুৎ কিছু সময়ের মধ্যে চলে আসবে। কিন্তু আধা ঘণ্টারও বেশি সময় পেইড জোনে অপেক্ষা করতে হলো।’ 

ঈশিতা নামে আরেক যাত্রী জানান, তিনি তাঁর বৃদ্ধ মাকে নিয়ে বেশ কিছু সময় অপেক্ষার পরে স্টেশন থেকে বের হয়ে আসেন।

এ বিষয়ে জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন আজ বেলা সোয়া ৩টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষ ডিপিডিসি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকে, সেখান থেকে পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছিল। এখন আবার চলাচল শুরু হয়েছে।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫