হোম > সারা দেশ > ঢাকা

থানা হেফাজতে মৃত্যু: রুম্মনের মরদেহ বুঝে নিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা হেফাজতে মারা যাওয়া রুম্মনের মরদেহ ৪৪ ঘণ্টা পর বুঝে নিলেন বাবা পেয়ার আলি। আজ সোমবার বিকেলে হাতিরঝিল থানা-পুলিশের পক্ষ থেকে পেয়ার আলির কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, থানায় আত্মহত্যা করা রুম্মনের মরদেহ বুঝে নিয়েছেন তাঁর বাবা পেয়ার আলি ও তাঁর বড় ভাই। মরদেহ বুঝে নেওয়ার পর তাঁরা মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাযুলে গোসল করায়। 

মরদেহ কোথায় নেওয়া হবে জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, রামপুরা ডিআইটি রোডে নিতে পারে। তবে দাফন কোথায় হবে সে বিষয় কিছু বলেননি নিহতের বাবা। 

এ দিকে পুলিশের কাছ থেকে রুম্মনের মরদেহ বুঝে নেওয়ার বিষয়টি জানে না স্ত্রীর পরিবার। এ বিষয় নিহতের শ্যালক সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ বুঝে নেওয়ার বিষয় আমরা জানি না। কে নিয়েছে এ বিষয় আমাদের জানানো হয়নি। আমরা বর্তমানে আদালতে আছি। মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

প্রসঙ্গত, গত শনিবার রাতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা হেফাজতে মারা যান রুম্মন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু