হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে রাতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে পেছন থেকে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন জনপথ মোড়ে আশরাফ আলী (৪৭) নামে এক পুলিশ সদস্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী জনপথের মোড়ে ঘটনাটি ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে কর্মরত। জনপদ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। 

এসআই মাসুদ আহত পুলিশ সদস্যের বরাত দিয়ে জানান, রাতে দায়িত্ব পালনের সময় এক যুবক পেছন থেকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীর চেহারা দেখতে পারেননি। পরে সহকর্মীরা তাঁকে প্রথমে রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, যাত্রাবাড়ী এলাকায় ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করা হচ্ছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস