হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে রাতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে পেছন থেকে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন জনপথ মোড়ে আশরাফ আলী (৪৭) নামে এক পুলিশ সদস্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী জনপথের মোড়ে ঘটনাটি ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে কর্মরত। জনপদ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। 

এসআই মাসুদ আহত পুলিশ সদস্যের বরাত দিয়ে জানান, রাতে দায়িত্ব পালনের সময় এক যুবক পেছন থেকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীর চেহারা দেখতে পারেননি। পরে সহকর্মীরা তাঁকে প্রথমে রাজারবাগ পুলিশলাইন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, যাত্রাবাড়ী এলাকায় ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করা হচ্ছে।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯