হোম > সারা দেশ > ঢাকা

দিশারি পরিবহনের বাসের ধাক্কায় আহত জবি শিক্ষার্থী 

জবি প্রতিনিধি

সড়কে এক শিক্ষার্থীর মৃত্যুর এক সপ্তাহ না পেরোতেই গুলিস্তানে দিশারি পরিবহনের বাসের ধাক্কায় আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরও এক শিক্ষার্থী।  তাঁরা নাম সাহিদা সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর গুলিস্তান মোড়ে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ক্লাস করার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্যে গুলিস্তান মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় দিশারি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৯৩৫০) একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সাহিদা মাটিতে পড়ে যান এবং আহত হন। 

পরে সহপাঠীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। সেখানে তাঁর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘সাহিদা সুলতানাকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সে যাতে যাথাযথ সেবা পায় সে ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমি খবরটি পাওয়ামাত্রই লালবাগ থানা, কোতোয়ালি থানা এবং পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। সাহিদার চিকিৎসার সম্পূর্ণ খরচ পরিবহন তথা দিশারি পরিবহনের কর্তৃপক্ষ বহন করবে।’ তিনি বলেন, এ ঘটনায় যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার