হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে তরুণ নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

রাজধানীর শাহবাগ শিশুপার্কের সামনে ছুরিকাঘাতে মোবারক (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ রোববার (১৫ জুন) বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগ শিশুপার্কের সামনে ফুটওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই তরুণকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির চাচাতো ভাই রবিউল জানান, তাঁদের বাড়ি হবিগঞ্জ জেলায়। মোবারকের বাবার নাম আ. মোনাফ। মোবারক ভাসমান অবস্থায় শাহবাগ মেট্রো স্টেশনের নিচে থাকতেন। এক সপ্তাহ আগে লামিয়া নামের এক মেয়েকে বিয়ে করেন।

রবিউল আরও জানান, নবী নামের এক ব্যক্তি মাদক বিক্রি করেন। তিনি ওই এলাকার লিডার। নবীর কাছ থেকে মাদক নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। এক সপ্তাহ আগে মোবারক চার হাজার টাকার মাদক নিয়ে আসেন বিক্রির জন্য। তবে তিনি টাকা দিচ্ছিলেন না নবীকে। আজ বিকেলে রাতুল, রাজুসহ চার থেকে পাঁচজন মোবারকের কাছে টাকা আনতে পাঠান নবী। শিশুপার্ক ওভারব্রিজের নিচে মোবারকের কাছে টাকা চান। মোবারক এখন টাকা দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে রাজু ও রাতুল মোবারকের শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনেরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট